রাজধানীর ধানমন্ডিতে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা সবাই বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানা গেছে।রোববার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের আসামিরা রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।এর আগে শনিবার (৪ অক্টোবর) অপরাধ নিয়ন্ত্রণে ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানা পুলিশ।আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তারগ্রেপ্তাররা হলেন মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০), মো. আলী আকবর (৪২), মো. শফিকুর রহমান (৩০), সজিব সরদার (১৯), রাজিব তালুকদার (১৯), নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯), মো. জিহাদ (১৯), মো. কাউছার (২৮), চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪।...