আর মাত্র দুদিন পর দেশের হলে হলে মুক্তি পাবে নুরুল আলম আতিকের নতুন সিনেমা 'পেয়ারার সুবাস'; কিন্তু সিনেমার প্রিমিয়ার শোর দিনই চলে গেলেন এ সিনেমার অভিনেতা আহমেদ রুবেল। মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রের আলোচিত এ অভিনেতা চিরবিদায় নিলেন ৫৬ বছর বয়সেই। তার মৃত্যুর খবর গ্লিটজকে নিশ্চিত করেছেন 'পেয়ারার সুবাস' সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্সে, 'পেয়ারার সুবাস' এর প্রিমিয়ার শোয়ে অংশ নিতে যান রুবেল। কিন্তু অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। “আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গেই আসছিলেন। বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করে বেজমেন্টে ফ্লোরে পড়ে যান। “তখন আতিক ভাই আমাকে ফোন করে জানান। আমি দুজন ছেলেকে...