স্ত্রীর প্রেমিক ম্যাক্স অভি ও নিজের প্রেমিকা মিথিলার নামে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার ওপর হামলার ঘটনায় বাড্ডা থানায় করা এ মামলায় এক নম্বর আসামি মিথিলা ও চার নম্বর আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজ। তারা দুজন হিরো আলমের মতো কনটেন্ট ক্রিয়েটর। আজ (৫ অক্টোবর) রোববার রাতে আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, ‘মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। আবার ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে। এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও আছে। তাই তাদের সবার নামে মামলা করেছি। রাতে পুলিশকে আরও তথ্য দেবো, যেগুলো আমার কাছে আছে।’ গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে একদল দুর্বৃত্ত হিরো আলমকে নির্মমভাবে পিটিয়ে ফেলে রেখে যায়।...