০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম বিদ্রোহী সুরের শিল্পী: যখন আসাম কেঁদেছিল, তখন বিশ্বের প্রশ্ন ছিল— কে এই জুবিন গার্গ? কেন একজন গায়ক পুরো একটি রাজ্যের আত্মা হয়ে উঠলেন? উত্তরটি খুঁজতে গেলে পাওয়া যায় এক অনন্য সংগ্রামী শিল্পীর গল্প, যিনি শুধু গান গাইতেন না— বরং প্রতিটি সুরে জ্বালিয়ে তুলতেন প্রতিবাদের আগুন। CAA নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন জুবিন। আসামের বিজেপি সরকারের অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি। অনেক বিশ্লেষকরা মনে করছেন এটি তার মৃত্যুর মূল কারণ হতে পারে। জুবিন গার্গ ছিলেন আসামের এক নিঃশঙ্ক ও মুক্তচেতা সংগীতবিদ্রোহী। তাঁর কণ্ঠে ফুটে উঠত মানুষের আশা, দুঃখ, প্রতিবাদ আর ভালোবাসার গল্প। ‘ইয়া আলি’ থেকে শুরু করে ‘মায়াবিনী’— প্রতিটি গানই যেন জীবনের একেকটি অধ্যায়, যা সংগীতের...