ফিফা অক্টোবর উইন্ডোতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমে ঘরের মাটিতে এবং পরে অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মাঠে গিয়ে খেলবে হামজা-জামলরা। আগামী ৯ অক্টোবর ঘরের মাটিতে হংকংকে আতিথ্য দেবে লাল-সবুজের দল। হংকংয়ের বিপক্ষে দুটো ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে কোয়ালিফাইয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য ঘরের মাটিতে মূল্যবান ৩ পয়েন্ট পেতেই হবে জামালদের। বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাও মনে-প্রাণে বিশ্বাস করেন, হংকংকে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নেবে বাংলাদেশ। হংকং ম্যাচ সামনে রেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটলারদের নিয়ে চলছে প্রস্তুতি ক্যাম্প। আজ (রোববার) বিকেলে অনুশীলনের এক ফাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কোচ কাবরেরা। সেখানে হংকং ম্যাচ ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানান এই স্প্যানিশ কোচ। কাবরেরার মতে, হংকং বেশ শক্তিশালী দল, তবে ঘরের মাঠে ৩ পয়েন্ট পাবেন বলে বিশ্বাস করেন এই...