৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার ও চর রামনারায়ণ মৌজার মৎস্য প্রকল্পের খামারিদের প্রকল্পের বাঁধ কেটে খামারের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মৎস্য প্রকল্পের ভুক্তভোগী খামারি ও মালিকরা মানববন্ধন করে। পরে তারা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। সোনাগাজীর দক্ষিণ চরখন্দকার মৎস্য প্রকল্প মালিক সমিতি সভাপতি শেখ রাসেল মানববন্ধনে সভাপতিত্ব করেন। এ সময় ভুক্তভোগী খামারি মোমিন হোসাইন বলেন, ‘১৫ দিন পূর্ব থেকে সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি করায় গত মঙ্গলবার রাতের আঁধারে মৎস্য প্রকল্পের কর্মচারী ও গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ একর জায়গায় চাষকৃত প্রকল্পের ৫ কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় স্কেভেটর দিয়ে প্রকল্পের পাঁড়...