শিক্ষকদের কেউ কেউ অজান্তেই আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে ওঠেন। আমারও তেমন একজন প্রিয় শিক্ষক আছেন। তিনি হলেন মাহাবুব আলম স্যার। আমি প্রথম তাকে পাই বিএএফ শাহীন কলেজ ঢাকায় যখন আমি তৃতীয় শ্রেণিতে পড়তাম। তিনি ছিলেন আমাদের ইংরেজি শিক্ষক। স্যার খুব আনন্দের সঙ্গে পড়াতেন। বইয়ের বাইরে নানা বিষয়ে গল্প করতেন, শেখাতেন জীবনবোধ ও আত্মবিশ্বাসের পাঠ। তার ক্লাসে আমি শিখেছি পরীক্ষায় ভালো করার কৌশল, উত্তর লেখার সঠিক ধরন, আর এমন অনেক বাস্তবমুখী শিক্ষা যা এখনো কাজে লাগে। স্যারের উচ্চারণ ছিল স্পষ্ট, ইংরেজি বলার ভঙ্গি ছিল সাবলীল। তার অনুকরণে আমিও ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম। ধীরে ধীরে ইংরেজি শেখার প্রতি গভীর আগ্রহ জন্মায় আমার মধ্যে। ২০২১ সালে, আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়, স্যারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটেরেচার ক্লাব’। আমি তখন...