০৫ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম তিস্তাপারের কান্না, আর না আর না’ স্লোগানে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। তিন ধাপের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) তিস্তা অববাহিকার পাঁচটি জেলা সদরে পদযাত্রা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটেও গতকাল রোববার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি মিশন মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের কাছে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক মমিনুল হক। দাবিগুলোর মধ্যে ছিল বৈষম্যপীড়িত তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের প্রাণের দাবি- তিস্তা চুক্তি এবং তিস্তা...