মূলত, ওহীর বিধান প্রতিষ্ঠিত না থাকায় সমাজে নানাবিধ বিপর্যয় দেখা দিয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে অবক্ষয় ও অশান্তি। সঙ্গত কারণেই আমাদের পুরো সমাজ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, চাঁদাবাজী, টেন্ডারবাজী, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য আমাদের সমাজ জীবনকে অস্থির ও অশান্ত করে তুলেছে। মূলত, এসব আমাদের দু’হাতের কামায়। দুনিয়ায় সার্বিক শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান ও বিশ্বনবী (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা উত্তর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমীরে জামায়াত মাগরিবের নামাজ আদায় করেন বায়তুল এহতেরাম মসজিদে এবং উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন। এরপর স্থানীয়...