হেফাজতে ইসলাম বাংলাদেশ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না করা হলে তারা ঢাকাগামী লংমার্চের হুঁশিয়ারি দেবে। সংগঠনের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান রোববার (৫ অক্টোবর) বিকেলে একটি যৌথ বিবৃতিতে বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কুরআন অবমাননার ভিডিওচিত্র প্রকাশ করে আরও বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজটি তিনি সজ্ঞানে করেছেন। বিবৃতিতে হেফাজত নেতারা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার ব্যাখ্যা দেবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এর আগে ক্লাসে হাদিস উল্লেখ করায়...