গত বছর জুলাই অভ্যুত্থানের পর দেশে অনেক কিছুতেই পরিবর্তন এসেছিল। পরিবর্তনের সেই ছোঁয়া লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নাজমুল হাসান পাপন দেশ ছেড়ে পালানোর পর বিসিবিতে পরিচালক হয়ে ঢুকেছিলেন নাজমুল আবেদীন ফাহিম। যার মেয়াদ ছিল আজ রোববার (৫ অক্টোবর) পর্যন্ত। প্রায় ১৩ মাস বিসিবিতে পরিচালক হিসেবে ছিলেন ফাহিম। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। এই সময়ে দেশের ৬৪ জেলার মধ্যে শক্ত একটা নেটওয়ার্ক তৈরি করেছেন বলে জানালেন ফাহিম। ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে যা অনেক বেশি কাজ করবে। ফাহিম বলেন, ‘আমাদের সাথে সারা দেশের ৬৪টি জেলার একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা অলরেডি কীভাবে কী করতে হবে, না করতে হবে এ নিয়ে বিশদ আলোচনা করেছি। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারো চোখে এখনো পড়েনি।’ আগামীকাল বিসিবি নির্বাচন।...