শিক্ষা সংস্কার কমিশন গঠন করে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের দাবি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা রবিবার (০৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী। বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) আ জ ম কামাল উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহ-সভাপতি ড. ইকবাল হোসেন ভূইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে অধ্যক্ষ তৌহিদ হোসেন ও অধ্যক্ষ জামাল হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সদস্য উপাধ্যক্ষ রুহুল...