ফেনীতে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাঈল হোসেন, ফেনী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন, ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশিদ, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজউদ্দীন পলাশ, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী ও বিজয় সিংহ সরকারি...