ত্রাণ পৌঁছে দিতে যুদ্ধ বিধ্বস্ত গাজার পথে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। তিনি এখনও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জাহাজে অবস্থান করছেন। জানিয়েছেন, রোববার (৫ অক্টোবর) উপকূলে পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি/ভিডিও পোস্ট করে জানাচ্ছেন সেখানকার অবস্থা। ত্রাণ পৌঁছে দিতে যুদ্ধ বিধ্বস্ত গাজার পথে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। তিনি এখনও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জাহাজে অবস্থান করছেন। জানিয়েছেন, রোববার (৫ অক্টোবর) উপকূলে পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি/ভিডিও পোস্ট করে জানাচ্ছেন সেখানকার অবস্থা। এবার শহিদুল আলমের সহযাত্রীরাও দিলেন বার্তা। জানালেন তাদের অভিজ্ঞতা। একজন সহযাত্রী বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়। তারা হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছে। আমরা নিশ্চিত নই যে তারা ইসরায়েলি কিনা।...