সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের চট্টগ্রামে ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া সাইফুজ্জামান, তার স্ত্রী ও ভাইবোনদের চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টার মার্কেটের অংশ জব্দের আদেশ দেওয়া হয়েছে। ফ্ল্যাট ও মার্কেট ছাড়াও তাদের নামে থাকা আরমিট পিএলসি, আরমিট সিমেন্ট লিমিটেড, আরমিট থাই এ্যামুনিয়াম লিমিটেড, আরমিট ফুটওয়্যার লিমিটেড, আরমিট পাওয়ার লিমিটেড, আরমিট স্টিল পাইপস লিমিটেড ও আরমিট অ্যালু কম্পোজিট প্যানেলস লিমিটেডের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে...