নওগাঁর পত্নীতলায় হঠাৎ আসা প্রবল ঝড় ও বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ির চাল, গাছপালা এবং ফসলের মাঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে, তবে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে। আজ রোববার (৫ অক্টোবর) বেলা ১টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের প্রায় ২৩ ঘণ্টা হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় বিদ্যুৎ নেই। তবে সে সময় পর্যন্ত বিদ্যুৎ বিভাগকে কাজ করতে দেখা গেছে। জানা গেছে, গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, ফসলের মাঠ ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় প্রবল ঝড়।...