আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও চট্টগ্রামস্থ হজ এজেন্সি সমূহের (হাব) প্রতিনিধিদের সাথে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের সভাপতি আলহাজ্ব শরিয়ত উল্লাহ শহিদ, মো. আবদুল মালেক, সেক্রেটারি আলহাজ্ব মো. আবদুল মালেক, চট্টগ্রাম জোন হাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাবেক সেক্রেটারি আলহাজ্ব আজহারুল ইসলাম এবং বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মো. হাবীব উল্লাহ্, আক্তার কামাল, শোয়েব ইসলাম চৌধুরী, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং চট্টগ্রামের বির্ভিন্ন শাখা সমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের মো. রাফাত উল্লা...