আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবদিক মিলিয়ে একজন সফল মানুষ। তিনি ধনী রাষ্ট্র আমেরিকার একজন ধনকুবের, দু'দুবার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি।তার জীবনে বৈষয়িক অপ্রাপ্তি বলে কিছু নেই। বিল গেইটস,বেজার্স,ইলন মাস্কসহ আরো অনেক শীর্ষ ধনাঢ্য ব্যক্তি আমেরিকায় আছেন। কিন্তু তারা ট্রাম্পের মত ক্ষমতা উপভোগ করেছেননা।এত কিছুর পরও ট্রাম্পের অতৃপ্তি আছে। তিনি বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরষ্কার "নোবেল" পেতে আগ্রহী এবং মরিয়া।আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ তাদের অতি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সরাসরি বলছে, ট্রাম্প নোবেল পেতে মরিয়া। ব্লুমবার্গ বলছে - "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান– এ বিষয়টি তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে। সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া বক্তব্যে দাবি করেন, ‘তিনি ছয়টি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এ জন্য তাঁকে সবাই নোবেল পাওয়ার যোগ্য বলে...