বন্ধুদের সঙ্গে আড্ডায় নানা বিষয়ে কথা হয়—প্রিয় খাবার, পোশাক, ঘোরার জায়গা কিংবা নতুন কোনো গয়না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছুক্ষণ পর ইনস্টাগ্রামে ঢুকলেই সেই বিষয়গুলো সম্পর্কিত ভিডিও বা বিজ্ঞাপন চোখে পড়ে। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে—ইনস্টাগ্রাম কি আমাদের কথা শুনে? ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি অবশ্য এই ধারণাকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন। তার মতে, অ্যাপটি কোনোভাবেই ব্যবহারকারীর মাইক্রোফোন ব্যবহার করে না। তিনি বলেন, “যদি ইনস্টাগ্রাম সবসময় কথা শুনত, তবে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যেত এবং ব্যবহারকারীরা মাইক্রোফোন ব্যবহারের নোটিফিকেশন পেতেন।” ১️⃣ আগ্রহ ও সার্চ হিস্টরি:ইনস্টাগ্রাম বলছে, ব্যবহারকারীরা যেসব বিষয় নিয়ে কথা বলেন, সেগুলোর অনেক কিছুই তারা আগে সার্চ করে দেখেছেন। ফলে অ্যালগরিদম সেই আগ্রহের ভিত্তিতেই প্রাসঙ্গিক বিজ্ঞাপন বা ভিডিও দেখায়। ২️⃣ বন্ধুবান্ধবের পছন্দ:আপনার বন্ধুদের আগ্রহও এতে ভূমিকা রাখে। তারা যেসব...