দুর্গাপূজার ছুটিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যালয়ের দুটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার ফারাকপুর হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙিনার ওই গাছ দুটি কাটা হয়।আরো পড়ুন:প্রভাবশালী চাল ব্যবসায়ী কুষ্টিয়ার রশিদ ফের গ্রেপ্তারএনসিপির কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি অনুমোদন প্রভাবশালী চাল ব্যবসায়ী কুষ্টিয়ার রশিদ ফের গ্রেপ্তার বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো সভা বা নিলাম ছাড়াই গোপনে প্রায় ২ লাখ টাকায় গাছ দুইটি মেহগনি গাছ বিক্রি করেছেন হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ গোপনে বিক্রিরও অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসী অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের অভিযোগ, গাছ কেটে বিক্রির ঘটনায় বিদ্যালয়ের সৌন্দর্য্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে তদন্ত...