বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গেলে দুর্ঘটনার শিকার হন তারা। পুলিশ জানায়, দুপুরে তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতর থাকা একটি ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আরিফ হোসেন নামে আরো একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। দুইজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।আরো পড়ুন:ভাইকে বাঁচাতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যুমাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু রামপাল থানার অফিসার ইনচার্জ...