ঢাকা : মান্দাকিনী ছিলেন রাজ কাপুরের আবিষ্কার। আটের দশকে অমন সুন্দরী নায়িকাকে বলিউডে এনে হইচই ফেলে দিয়েছিলেন রাজ। ধূসর রঙের চোখ, দুধ সাদা গায়ের রং। তার উপর পুরুষের হৃদয়ে দোলা লাগানোর মতো শরীরী ভঙ্গি।মান্দাকিনী এক ছবি থেকেই হয়ে উঠেছিলেন স্বপ্নসুন্দরী। তার উপর ‘রাম তেরি গঙ্গা মেয়েলি’ ছবিতে তাঁর বোল্ড অবতার, আজও বলিউডের যে কোন বোল্ড নায়িকাকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল মান্দাকিনীর। মুম্বইয়ে এসে চেষ্টাও করছিলেন। ঠিক সেই সময়ই রাজ কাপুরের নজরে পড়েন তিনি। তখন ছেলে রাজীব কাপুরকে মাথায় রেখে একটা প্রেমের গল্প লিখছিলেন রাজ। খুঁজছিলেন নতুন মুখ। আর তখনই মিরাটের জাসমিন জোসেফকে পছন্দ হয় রাজ কাপুরের। সেই জাসমিনের নামই মান্দাকিনী রাখেন রাজ কাপুর।শোনা যায়, প্রথম দিন শুটিংয়েই মান্দাকিনীকে রাজ কাপুর জানিয়ে দিয়েছিলেন, তাঁর এই ছবি...