বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। "শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকালে নেত্রকোণা পৌরসভার দক্ষিণ কাটলী এলাকার সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান এই আলোচনা সভার আয়োজন করে। সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী আলী উছমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান এবং সদর উপজেলা একাডেমী সুপারভাইজার মো. আব্দুল আওয়াল। ধারণাপত্র পাঠ করেন সেরা'র ফাইন্যান্স ও অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আরিফা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান তালুকদার, মেহেরা আক্তার খাতুন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির...