বাঙালির সকালটা যেন এক কাপ চা ছাড়া শুরুই হয় না। অফিসে যাওয়ার আগে, আড্ডার ফাঁকে, কিংবা রাত জাগার ক্লান্তি কাটাতে— চা-কফিই ভরসা। আর এই চা-কফির সংস্কৃতি শুধু ঘরের ভেতরেই নয়, পাড়ার মোড়ে, ফুটপাতের দোকানেও সমান জনপ্রিয়। এক কাপ চা হাতে নিয়ে রাজনীতি থেকে ক্রিকেট, প্রেম থেকে প্রতিবাদ— সব আলোচনার শুরু আর শেষ হয় সেই চায়ের কাপে।কিন্তু সমস্যা হলো, এখন আর আগের মতো মাটির ভাঁড়ে চা পাওয়া যায় না। তার জায়গা দখল করেছে পেপার কাপ বা কাগজের কাপ। দেখতে সুবিধাজনক, দামেও কম। কিন্তু জানেন কি এই কাপে গরম চা বা কফি খাওয়ার মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর রোগের ঝুঁকি!বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কাগজের কাপে চা বা কফি খেলে শরীরে প্রবেশ করতে পারে মাইক্রোপ্লাস্টিক ও ক্ষতিকর রাসায়নিক, যা দীর্ঘমেয়াদে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।কাগজের কাপের...