বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। নির্বাচনের একদিন আগেও কমেনি বিতর্ক। এছাড়া ঢাকার বেশিরভাগ ক্লাবই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। এমনকি বিভিন্ন জেলা থেকে মনোনীত প্রার্থীরাও নাম প্রত্যাহার করে নিয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০ জন সরে দাঁড়িয়েছেন। প্রার্থীদের সরে যাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম। তার মতে, ‘যারা নির্বাচন বয়কট করেছেন, তাদের ব্যক্তিগত ব্যাপার।’ সোমবার অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন। তার আগেরদিন বিসিবিতে হাজির হয়েছিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের নিয়ে এমন বলেন। বলেছেন, ‘যে যে এখানে আসছে না বা বয়কট করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো...