মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যেকার কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমেই অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধে রূপ নিচ্ছে। ১২ দিনের সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ভূ-রাজনৈতিক অস্থিরতায় এখন আতঙ্ক বিরাজ করছে ইসরাইলের রাজধানী তেল আবিবের মধ্যেও। এই প্রেক্ষাপটেই উঠে এসেছে ইসরাইলের বিরোধীদলীয় এমপি আভিগদোর লাইবারম্যানের কঠোর সতর্কবার্তা। লাইবারম্যানের উদ্বেগ ও 'আশ্রয় কেন্দ্রে' থাকার পরামর্শইহুদিদের সাত দিনের ধর্মীয় উৎসব সুক্কুত (যে সময়ে তারা অস্থায়ী ছাউনি বানিয়ে থাকে) শুরু হওয়ার প্রাক্কালে লাইবারম্যান ইরানের আকস্মিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি তাঁর সমর্থকদের সতর্ক করে বলেন, যারা মনে করছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে, তারা ভুল করছেন। লাইবারম্যানের মতে, ইরান প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং আবারও পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ শুরু করছে। এই আশঙ্কার জেরে তিনি নিজেই আশ্রয় কেন্দ্রের কাছাকাছি...