শক্তিশালী সমবায় প্রতিষ্ঠানই দেশের উন্নয়নের চাবিকাঠি: আবদুস সালাম NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জবি:বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, শক্তিশালী সমবায় প্রতিষ্ঠানই দেশের উন্নয়নের চাবিকাঠি। সরকারের নীতিগত সহায়তা ও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমবায় খাত দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ওয়ারিতে ঢাকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবদুস সালাম বলেন, “সমবায় বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম খাত। কিন্তু সরকারের সদিচ্ছা ও সহায়তার অভাবে এ খাতটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। কোনো প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণে গেলে তার বিকাশ বাধাগ্রস্ত হয়। অতীতে সমবায় অধিদপ্তর ও সদস্যদের যৌথ প্রচেষ্টায় খাতটি শক্ত অবস্থানে...