গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজবলেন, ‘আগামী ৮ অক্টোবর বিকেলে আবারও সভা বসবে। রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে একমত হয়েছে। তবে কখন হবে, সেটা এখনো নির্ধারণ হয়নি।’ এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সম্মতি দেবে জনগণ। আগামী আইনসভা সে অনুযায়ী কাজ করবে।’ এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এই সরকার শুধু পরবর্তী সরকারের হাতে সুপারিশ দিয়ে যাবে—এটি আমরা চাই না।...