রাজশাহীর সার্কিট হাউসের গাছগুলো না কাটাসহ তিন দফা দাবিতে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন পরিবেশকর্মীরা। রাজশাহীর সার্কিট হাউসের গাছগুলো না কাটাসহ তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন পরিবেশকর্মীরা। রবিবার (৫ অক্টোবর) রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কার্যালয়ের একজন কর্মকর্তা এটি গ্রহণ করেন। স্মারকলিপিতে গাছ কেটে সার্কিট হাউস সম্প্রসারণের সিদ্ধান্ত পুনঃবির্বেচনাসহ তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো, সার্কিট হাউস সম্প্রসারণের জন্য সেখানে থাকা গাছগুলো না কেটে বাঁচিয়ে রাখতে হবে; রাজশাহী বিভাগে ভবিষ্যতে গাছ, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্প নেওয়ার আগে প্রয়োজনে পরিবেশকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে।আরো পড়ুন:বৃষ্টি থাকবে টানা পাঁচ দিনদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা স্মারকলিপি দেওয়ার সময় উন্নয়নকর্মী আফজাল হোসেন, বীর...