০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর নবনির্মিত ও ১২তম ‘ছোট ফরিংগা বিওপি’-র উদ্বোধন করেন। উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির কর্মকর্তা, সৈনিক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রিজিয়ন কমান্ডার...