নিজের চার মাসের দায়িত্বের নানা সাফল্য তুলে ধরলেন আমিনুল। বিসিবি নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ছুটে গেল তার দিকে। কিছু তিনি এড়িয়ে গেলেন, কিছুর উত্তর দিলেন নিজের মতো করে আর কিছু ক্ষেত্রে বল ঠেলে দিলেন নির্বাচন কমিশনের কোর্টে। গত কয়েক দিনের নানা ঘটনাপ্রবাহ, সরকারে হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগে সব মিলিয়ে ২০ প্রার্থীর সরে দাঁড়ানোর পর বিসিবি নির্বাচন হয়ে উঠেছে স্রেফ আনুষ্ঠানিকতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন বেশ কজন, তাদের মধ্যে আছেন স্বয়ং আমিনুল এবং এ দিনের সংবাদ সম্মেলনে তার পাশে থাকা নাজমূল আবেদীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুলের আবার সভাপতি হওয়াটাও স্রেফ এখন সময়ের ব্যাপার। কিন্তু এত এত অভিযোগ, এত প্রার্থীর সরে দাঁড়ানো, নির্বাচন স্রেফ আনুষ্ঠানিকতায় রূপ নেওয়া, সব মিলিয়ে আদৌ কি এটা আদর্শ নির্বাচন হচ্ছে? আমিনুলের কাছে চাওয়া হয় এই প্রশ্নের...