যশোর বেনাপোল সড়কের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের এক বাস ড্রাইভারকে বিজিবি সদস্য কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার বেলা পৌনে বারোটার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়,বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির তল্লাশির সময় দায়িত্বরত এক সদস্য বাসের ড্রাইভার মো.অপুকে গাড়ি কিছুক্ষণ পাশে দাঁড় করিয়ে রাখতে বলেন। এ সময় ড্রাইভার অপু অপেক্ষায় বিরক্তি প্রকাশ করে বলেন,“আপনি আমাকে যেতে দিন না হলে সড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। আপনি আপনার কাজটা করেন, আমাকে আমার কাজটা করতে দিন।” এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে বিজিবি সদস্য ড্রাইভারের জামার কলার ধরে টেনে গাড়ি থেকে নিচে নামিয়ে আনেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ক্ষুব্ধ ড্রাইভার অপু রাস্তার মাঝে বাসটি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেন। এতে...