ভারতের দিল্লিতে মেট্রোর একটি কোচ ফের ‘রেসলিংয়ের মাঠে’ পরিণত হয়েছে। কথা কাটাকাটির জেরে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীতে ঠাসা মেট্রোর কামরার মধ্যে দুই ব্যক্তি প্রথমে ধাক্কাধাক্কি এবং তারপর কিল-ঘুষি ও লাথি শুরু করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সহযাত্রীর দ্বারা ধারণ করা ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তির মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং দ্রুত তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। তারা একে অপরকে ধাক্কা দেয় ও আঘাত করতে থাকে। মারামারির এক পর্যায়ে একজন ব্যক্তি দরজার কাছে পড়ে যান এবং অন্যজনকে গালাগালি না করার জন্য চিৎকার করেন। পরিস্থিতি দ্রুত খারাপ হতে দেখে আশপাশে থাকা অন্য যাত্রীরা...