নিজস্ব প্রতিবেদক : গাজায় যুদ্ধে বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি জানানোকে আটটি আরব ও মুসলিম দেশ স্বাগত জানিয়েছে এবং দ্রুত এ পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। রোববার এক যৌথ বিবৃতিতে মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে হামাসের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করার কথাও উল্লেখ করেন। মন্ত্রীদের মতে, এই পরিকল্পনা গাজার বেসামরিক জনগণের মানবিক বিপর্যয় মোকাবিলা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি বাস্তব সুযোগ সৃষ্টি করেছে। হামাস গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির হাতে হস্তান্তর করতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে, যা দেশগুলো স্বাগত জানিয়েছে। তারা দ্রুত আলোচনার মাধ্যমে প্রস্তাবটি বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের...