কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) উপজেলার কালিকাপুর ও বামনডাঙা এলাকায় তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদরাসা থেকে ফেরার সময় আকস্মিক বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে...