দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে খালাস দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায়কে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো। গয়েশ্বরের আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর রায়েরবাজার এলাকায় গয়েশ্বর চন্দ্র রায়ের একটি ছয়তলা বাড়ি রয়েছে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া কেরাণীগঞ্জে তার পৈতৃক জমিতে আরেকটি বাড়ি নির্মাণে ১৫ লাখ ৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে গণপূর্ত বিভাগের তদন্তে ওই দুই বাড়ির অতিরিক্ত নির্মাণ ব্যয় ২৫ লাখ ৩৬ হাজার ৫০৫...