ভক্ত-সমর্থকদের আশা ছিল এবারের বিসিবি নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে তামিম ইকবালসহ বেশ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় অনেকটাই জৌলুস হারিয়েছে আসন্ন এই নির্বাচন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমের সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন প্রার্থী। তারপরও এই নির্বাচনকে সেরা বোর্ড নির্বাচন বলছেন বিসিবি সভাপতি। গতকাল রাত পর্যন্ত সবমিলিয়ে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সংখ্যা ছিল ১৯ জন। বিসিবি নির্বাচনের একদিন আগে আজ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২০। জামালপুর জেলা থেকে কাউন্সিলর হয়ে ঢাকা বিভাগে নির্বাচন করতে চেয়েছিলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তবে নির্বাচনের আগেরদিন তিনিও আজ সরে দাঁড়ালেন। এমন অবস্থায় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বুলবুলের আশা দেশের খেলা সব জেলাগুলোতে ছড়িয়ে দিতে চান তিনি। এ প্রসঙ্গে বুলবুল...