কুমিল্লার হোমনায় বজ্রপাতে আপন দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন জাকিয়া ও মমতাজ। তারা আপন দুই বোন এবং তাদের বাড়ি বাড়ি নালা দক্ষিণ গ্রামে। অপর ব্যক্তির নাম রাশেদ মিয়া। তার বাড়ি বাড়ি খোদেদাউদপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, হোমনা উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাওয়ার সময় যাত্রীরা ঘাটে অপেক্ষারত অবস্থায় বজ্রপাতের কবলে। এতে ঘটনাস্থলে দুই নারী...