জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালোবাজারি বন্ধ হবে, কালো টাকার ব্যবহার বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে, কেন্দ্র দখল বন্ধ হবে। একইসঙ্গে ভোট বাণিজ্যও বন্ধ হবে। তাই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দুশ্চরিত্রের লোক পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে না। রোববার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতিউর রহমান আকন্দ বলেন, ‘কোনো কোনো বুদ্ধিজীবী বলেছেন, পিআর পদ্ধতিতে নাকি বাণিজ্য বাড়বে। বাস্তবে ভোটারদের সঙ্গে কোনো বাণিজ্য...