চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী শুভ হোসেন। নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন শুভ। তিনি তার ১২ দফা ইশতেহার ব্রেইল পদ্ধতিতে তৈরি করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পাঠযোগ্য করে তোলেন। রোববার (৫ অক্টোবর) দুপুর দেড়টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার পাঠ করেন বাংলা বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, আমি শুভর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি ব্রেইল পদ্ধতিতে ইশতেহার পাঠের ব্যবস্থা করেছেন। এটা অন্য কোনো প্রার্থী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনেও হয়নি। সবাই যেন চাকসুর আমেজকে ভাগাভাগি করে নিতে পারে এজন্য শুভ আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৫৫ কপি ইশতেহার ও প্রচারণা পত্র ব্রেইল পদ্ধতিতে তৈরি করেছেন। ব্রেইল পদ্ধতিতে পাঠকৃত ১২ দফা ইশতেহারগুলো...