নিজস্ব প্রতিবেদক: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব মো. শরীফ হাসান এফসিএস, এলএলবি দেশের শীর্ষস্থানীয় গর্ভনেন্স প্রোফেশনাল বডি (প্রথম পার্লামেন্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় জাকজমক পূর্ণ অনুষ্ঠানে ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৬ষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিএসবি এর সহযোগী ও ফেলো সদস্যগণের সরাসরি ভোটে ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মোঃ শরীফ হাসান এফসিএস ২০২৫-২৮ মেয়াদের কাউন্সিলে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য হিসেবে...