পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের আগের রাতে মো.শুভ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটায়। নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ার সাথে প্লাস্ট্রিকের দড়ি দিয়ে সে গলায় ফাঁস দেয়। উপজেলা আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামের প্রবাসী মো. নুরু ইসলামের ছেলে মো. শুভ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর শুভর বিবাহের কলমা ও রেজিস্ট্রি কাবিন হবার দিন ধার্য ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বন্ধুদের নিয়ে বিয়ে আনন্দ উপভোগ করে শুভ। বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশিরা আনন্দ করছে। বাড়ি ঘর রঙিন ঝার বাতিতে মোড়ানো বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গানে সকলেই মশগুল ছিল। বর শুভও সেই নাচে অংশ নেয়। নাচ-গানের মাঝে শুভ দোকানে যায়। তার মা শুভকে দোকানে খুজতে গেলে দেখেন দোকানের আড়ার সাথে সে ঝুলে আছে। তিনি চিৎকার করলে আতœীয় স্বজন...