আধুনিক প্রযুক্তির মাধ্যমে কীটনাশক ছাড়াই বিষমুক্তভাবে পলিনেট হাউসে সবজি চাষ করছেন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। এ পদ্ধতিতে চাষাবাদ কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি বিজ্ঞানের নতুন উদ্ভাবন এই পলিনেট হাউস। বারৈয়াঢালা ইউনিয়নের ফরহাদপুর গ্রামের কৃষক রবিউল আলম ও আবু তাহের পলিনেট হাউস পদ্ধতিতে সবজি চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন। সীতাকুন্ড কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পলিনেট হাউসে শীতকালের সবজি যেমন গ্রীষ্মকালেও উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালীন সবজিও শীতকালে উৎপাদন করা যাবে। যে কোনো আবহাওয়া এতে প্রভাব ফেলতে পারবে না। আধুনিক প্রযুক্তিতে তৈরি করা পলিনেট হাউসে ভারি বৃষ্টিপাত, তাপদাহ, পোকামাকড়, ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিবেশেও নিরাপদ থাকবে সবজি। কোনো কীটনাশক দিতে হবে না। সীতাকুন্ড পৌরসদরের নুনাছড়া গ্রামের কৃষক আবু তাহের...