এখানে সুউচ্চ সবুজ পাহাড়-বনানী ঘেরা আঁকাবাঁকা পথ, আকাশ, মেঘগুলো পর্যটনকেন্দ্রটিকে দিয়েছে নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য। নগরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নির্মল আনন্দের রাজ্যে গড়ে উঠেছে প্রকৃতির বুক চিরে আকাশছোঁয়া চিরসবুজ এক নতুন পৃথিবী। সরেজমিনে জানা গেছে, মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের পাশাপাশি ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে ব্যক্তিগতভাবে মিরিঞ্জা পাহাড়ের আশপাশের পাহাড়গুলোতে গড়ে উঠেছে ছোট-বড় মিলিয়ে আরও ১৫ থেকে ২০টি নতুন পর্যটন জোন। বেসরকারি পর্যটন জোন গুলোর মধ্যে ২০২২ সালে চালু করা মিরিঞ্জা ভ্যালীকে সাজানো হয়েছে অনন্য শৈল্পিক কারুকাজে। মিরিঞ্জা ভ্যালির আকাশ-মেঘ প্রতি মুহুর্তে ভ্রমণপিপাসু পর্যটককে হাতছানি দিয়ে ডাকে। এখানে মেঘের সঙ্গে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব। প্রকৃতি এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য আরও বৈচিত্র্যময়। জানা গেছে, মিরিঞ্জা...