০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম মদীনা শরীফের মসজিদে নববীতে দীর্ঘ ৬০ বছর পর্যন্ত কেরাআত ও তাজবীদের কালজয়ী উস্তাদ, পবিত্র হারামাইন শরীফের কয়েকজন ইমামের সরাসরি উস্তাদ, কোরআনুল কারীমের শিক্ষা বিশ্বব্যাপী প্রচারে অনন্য কৃতিত্বের অধিকারী শায়খ কারী বশীর আহমদ আল সিদ্দীক সম্প্রতি মদীনা শরীফে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম শায়খ কারী বশীর সিদ্দীক মসজিদে নববীতে দীর্ঘ ষাট বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের কোরআন পিপাসুদেরকে পবিত্র কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত বিষয়ক গ্রামার, ইলমুল কিরাআত ও ইলমুত তাজওয়ীদ এর উচ্চতর শিক্ষা দান করেন। এ সময় বিভিন্ন দেশের অসংখ্য অগণিত আলেম উলামা তাঁর কাছ থেকে ইজাযাহ প্রাপ্ত হন। মরহুম শায়খ কারী বশীর আহমদ আল সিদ্দীক মসজিদে নববীতে যোগদানের পূর্বে দারুল উলূম করাচীর কেরাত ও...