বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মধুপুরের ব্রাক্ষণবাড়ী এলাকায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাক্ষণবাড়ী এলাকায় কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠী বিএনপি নেতা কর্মী ও সারণ জনগনের সাথে মত বিনিময় সভা করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ। সভা শেষে ফিতা কেটে স্থানীয় ভাই ভাই ক্লাবের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্মরণকালের অন্যতম কঠিন নির্বাচন। যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারসহ জনগনের এসব ষড়যন্ত্র মোকাবেলা...