সেগুনবাগিচার ব্যস্ত মহল্লার একটি স্কুলে চলছে ক্লাস। সুবিধাবঞ্চিত, অবহেলিত, দরিদ্র ঘরের সন্তানরা একত্র হয়ে মনোযোগ দিয়ে শুনছে। মার্কার ঘষে হোয়াইট বোর্ডে পড়াচ্ছেনমো. আসিফুল ইসলাম। এ যেন এক ভিন্নধর্মী স্কুল। নাম জুম বাংলাদেশ স্কুল। আজকের শিক্ষক দিবস উপলক্ষে জাগো নিউজের সঙ্গে কথা বললেন এই তরুণ শিক্ষক। সাক্ষাৎকার নিয়েছেনমাহমুদা আক্তার— জাগো নিউজ: আপনি প্রতিষ্ঠানের হয়ে পড়াচ্ছেন, সেটার শুরুটা কেমন ছিল? মো. আসিফুল ইসলাম:মাত্র ১৩ জন পথশিশুকে নিয়ে ২০১৬ সালে জুম বাংলাদেশের যাত্রা শুরু হয় এখানেই। তখন বিকেলে রাস্তায় ব্যানার পেতে স্বেচ্ছাসেবীরা ক্লাস নিতেন। শুরুটা মোটেও সহজ ছিল না। শিশুরা নিয়মিত আসতো না, অনেকেই আগ্রহও দেখাতো না। তবুও ধীরে ধীরে সংখ্যাটা বেড়েছে। এই স্কুলগুলো থেকে এখন পর্যন্ত ১৩৩৬ জনেরও বেশি পথশিশু অক্ষরজ্ঞান অর্জন করেছে। বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে। এরপর অন্য...