নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক থোয়াই চিং মং চাক। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) সম্প্রীতি জোটের সমন্বয়ক থোয়াই চিং মং চাক। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ‘পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করা এবং ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে থোয়াই চিং মং চাক বলেন, ‘‘শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট সন্তু লারমা (জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা)। দেশে ৫০টা জাতি আছে, শুধু মুসলিম ছাড়া সবাই মিলে জোট হয় কেন? আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে একজাতি। কেউ আদিবাসী নয়, আমরা সবাই বাংলাদেশি। একজন ভিনদেশি সন্তু লারমার সঙ্গে কীভাবে...