জামালপুরের দেওয়ানগঞ্জে শান্তি আক্তার (২৩) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখার চর গ্রামে স্বামী এরশাদের বসতঘর থেকে শান্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্তি আক্তার বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের সাতভিটা গ্রামের মো. ধুলু মিয়ার মেয়ে। প্রায় আট বছর আগে চখার চর গ্রামের নুদু মিয়ার ছেলে এরশাদের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। শান্তির ছোট ভাই মো. সজিব অভিযোগ করেন, “দুই দিন আগে আমার বোন আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। এ নিয়ে দুলাভাই ফোনে গালাগালি করে। রাগে অভিমানে বোন স্বামীর বাড়ি ফিরে যায়। আজ ভোরে তাদের বাড়ি থেকে ফোনে জানায়, আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা এসে দেখি, লাশ খাটে শোয়ানো অবস্থায় রাখা। তখন থেকেই...