০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে এলাকাবাসী চরম জলাবদ্ধতা ও পুকুরপাড় ধ্বসের মতো সমস্যায় ভোগে। এক যুগের বেশি সময় ধরে চলা এই দুর্ভোগ লাঘবে অবশেষে কার্যকর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। মহিচাইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সরাসরি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরপরই রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে খালটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এ সময় তাঁর নেতৃত্বে এক্সকাভেটরের (ভেকু) সাহায্যে খালটি পুনঃখনন কার্যক্রম শুরু হয়। খননকৃত খালের দৈর্ঘ্য ১৭৮ ফুট, প্রস্থ ১৭ ফুট এবং গভীরতা অন্তত ৮ ফুট। খালটি পুনঃখননের মাধ্যমে সেটিকে পুনরায়...